বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নকলা ইউএনওর বিদ্যালয় পরিদর্শন 

নকলা (শেরপুর) প্রতিনিধি

নকলা ইউএনওর বিদ্যালয় পরিদর্শন 

শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে ওই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের এক সাথে করে উন্মুক্ত ক্লাস নিলেন ইউএনও সাদিয়া উম্মুল বানিন।

গত রোববার দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্ধারিত পরিদর্শনে গিয়ে বিদ্যালয়ের অফিস ও বিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতির সার্বিক উন্নয়ন দেখে সন্তুষ্টি প্রকাশ করেন ইউএনও।

পরিদর্শন শেষে বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির কক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে টিফিন পিরিয়ড শেষে সকল শিক্ষার্থীদের মাঠের ছায়াযুক্ত স্থানে একত্র করে পাঠ্যবইয়ের বাহিরের জগতের শিক্ষা সম্পর্কে তাদের জ্ঞানের পরিধি এবং শিশু শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য ও তাদের কাঙ্খিত লক্ষ্য নির্ধারণের কারন সম্পর্কে জানতে উন্মুক্ত ক্লাসের আদলে খোলামেলা আলোচনা করেন তিনি।

তাছাড়া তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য টিফিন বক্স এবং শিক্ষার্থীদের বসার সুবিধার্থে অন্তত ২২ জোড়া বেঞ্চ দেয়ার আশ্বাস দেন তিনি।

টিএইচ